১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    অমিতাভ বচ্চন নয়দিন আইসোলেশনে থেকে দ্বিতীয়বারের মতো করোনামুক্ত হলেন

    অমিতাভ বচ্চন নয়দিন আইসোলেশনে থেকে দ্বিতীয়বারের মতো করোনামুক্ত হলেন। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর টুইটারে তিনি জানান, ৩১ আগস্ট রাতে করোনা টেস্ট করিয়েছেন এবং তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে।

    অভিনেতা আরও লেখেন, নয়দিনের আইসোলেশন শেষ হয়েছে  যদিও বাধ্যতামূলক ছিল সাতদিন। আপনাদের ভালোবাসা ও মনোবল যোগানোর জন্য আমি অনেক কৃতজ্ঞ।

    ২৩ আগস্ট অভিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই খবরটি জানান। তখন তিনি আইসোলেশনের অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

    বর্তমানে বিগ বি ব্যস্ত‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৪তম সিজনের শুটিং নিয়ে। এর পাশাপাশি চলছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারণায় এবং ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে । সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

    অমিতাভকে দেখা যাবে ‘গুডবাই’ সিনেমাতে। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটি মুক্তি পাবে ৭ অক্টোবর। তার আরেকটি সিনেমা ‘উঁচাই’রয়েছে মুক্তির অপেক্ষায়।

    মাহফুজা ১-৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর