সাইফ আলী খানকে প্রথমবারের মতো তিন ছেলের সঙ্গে একফ্রেমে দেখা গেলো।
সাইফ আলী খান কিছুদিন আগে ৫২ বছরে পা রেখেছেন । সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্মদিনের পার্টির একটি ছবি শেয়ার করেছেন সাইফের বোন সারা আলী খান। সেখানে ছেলে ইব্রাহিম, তৈমুর এবং জাহাঙ্গীর আলী খানের সঙ্গে সাইফ ফ্রেমবন্দি হয়েছেন ।
ছবিটি শেয়ার করে সারা ক্যাপশনে লিখেন, ‘বেবো-এর ছেলেরা। জন্মদিনের মুর্হূতের একটি ছবি পাওয়া গেছে, তাই শেয়ার করলাম। দুই ভাইয়ের প্রতি ইগির (ইব্রাহিম) খেয়াল রাখার বিষয়টি মিস করতে চাই না। মাশাআল্লাহ।’
সাইফ ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন। ১৯৯১ সালে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন তিনি এবং ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান সারা ও ইব্রাহিম আলী খান।
সাইফ ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন । ২০১৬ সালে সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কারিনা।
মাহফুজা ৩১