২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মাহভীশা আদনান সৈয়দা দেড় মাস পর মা–বাবার সঙ্গে প্রকাশ্যে এলো

     

    যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন । গেল  ১৩ জুলাই নওশীন নিউইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন । এই তারকা দম্পতি অনেক ছবি পোস্ট করলেও কোনো ছবিতে মেয়েকে প্রকাশ্যে আনেননি । তারা  ভিন্ন ভিন্ন ছবিতে মেয়েকে সামনে আনেন ।

    ছবিটি পোস্ট করে এ অভিনেত্রী লিখেছেন, আমাদের নতুন লিল, আমার মাহভীশা। অভিনেতা হিল্লোল ফেসবুকে মেয়ে মাহভীশা আদনান সৈয়দাকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন।

    গেল ২৫ জুন নওশীনের ‘বেবি সাওয়ার’ নিউইয়র্কে আয়োজন করা হয়।  অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা।

    যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন নওশীন।  হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। এ বছর হিল্লোল বাংলাদেশে এলেও তখন আসেননি নওশীন । বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন ।

    মাহফুজা ৩০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর