১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    জেলেনস্কির হুশিয়ারী বেঁচে থাকতে চাইলে রুশ সেনাদের অবশ্যই পালাতে হবে

    বেঁচে থাকতে চাইলে রুশ সেনাদের অবশ্যই পালাতে হবে বরে হুশিয়ারী দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । সোমবার ২৯ আগস্ট রাতে এক ভিডিও বার্তায় তিনি রুশ সেনাদের এভাবেই সতর্ক করেন। খবরটি জানায়  বিবিসি।

    তিনি খেরসনের দক্ষিণাঞ্চলের আশপাশে রুশ বাহিনীকে সরানোর বিষয়ে আলোচনা করেন । জেলেনস্কি বলেন, দুই দেশের মধ্যকার সীমান্ত এখনও বদলায়নি এবং দখলদাররাও এটা ভালো করেই জানে। জেলেনস্কি বলেন, কিভাবে পাল্টা আক্রমণ চালানো হবে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় ।

    তিনি দেশের জনগণের উদ্দেশে বলেন, ইউক্রেন আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তিনি বলেন, খারকিভ, লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজঝিয়া, খেরসন, ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগর ও আজভ সাগরে আমাদের পুরো জলসীমা অবশ্যই ফিরে পাব আমরা ।

    এদিকে ইউক্রেন ছেড়ে রাশিয়া যাওয়া লোকজনকে আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    সোমবার ২৯ আগস্ট জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রে ইউক্রেন একটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করে। ড্রোনটি রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করে।

    মার্চ মাস থেকে ইউরোপের বৃহত্তম জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং  সেখানে কাজ করছে ইউক্রেনীয় কর্মীরাই।

    ইউরোপের বৃহত্তম পারমাণবিক স্থাপনার ওপর হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।

    মাহফুজা ৩০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর