১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইরাকে মুক্তাদা আল-সদরের অবসরে যাবার ঘোষণায় জেরে বিশৃঙ্খলা ও সংঘর্ষে নিহত ১৫

    রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর । এর পরই বাগদাদে গ্রিন জোনে তার পদত্যাগকে ঘিরে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার ২৯ আগস্ট সেখানে ব্যাপক গোলাবর্ষণ হয় এবং বিশৃঙ্খলা ও সংঘর্ষের জেরে ১৫ জন মারা গেছেন।  এএফপি এবং এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।

    ইরাকে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক সংকটের জেরে । শিয়া নেতা মুক্তাদা আল-সদরের পদত্যাগের ঘোষণার পরেই সরকারি প্রাসাদে হামলা চালায় তার সমর্থকরা ।

    সাতটি শেল গ্রিন জোনে পড়ে, যেখানে সরকারি ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে। গ্রিন জোনে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি চালানোর শব্দ পাওয়ার পর, গোলাবর্ষণের পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানান নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    নিরাপত্তাবিষয়ক সূত্র জানায়  সদরের সমর্থকরা বাইরে থেকে গ্রিন জোনে গুলি চালালেও নিরাপত্তা বাহিনী এতে সাড়া দেয়নি ।

    ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদেমি জানান ‘নিরাপত্তা বা সামরিক বাহিনী বা সশস্ত্র লোকদের’ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো নিষিদ্ধ ছিল। চিকিৎসকরা জানান গুলিতে ১৫ সদর সমর্থক মারা গেছেন  ও ৩৫০ জন বিক্ষোভকারী আহত হন।

    দেশটির সেনাবাহিনী ওই এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে কারফিউ জারি করে ।

    মাহফুজা ৩০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর