৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    হবু বউ পরীক্ষায় ফেল করতে পারে, এমন আশঙ্কায় মিশরের এক যুবক স্কুলে আগুন লাগিয়ে দিল

    হবু বউ পরীক্ষায় ফেল করতে পারে, এমন আশঙ্কায় মিশরের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্কুলে আগুন লাগিয়ে দেয়ার।  ওই যুবককে আটকের পর পাঠানো হয়েছে কারাগারে। শনিবার ২৭ আগস্ট পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ ।

    ২১ বছর বয়সী ওই যুবক আগুন লাগিয়ে দেন স্কুলের কন্ট্রোল রুমে।  তিনি এর আগে জানতে পারেন যে এ বছরের পরীক্ষায় তার হবু বধূ ফেল  করতে পারেন।

    মিশরের প্রসিকিউটর জেনারেল জানান, মিশরের  কায়রোর উত্তরে মেনোফিয়া প্রদেশ থেকে তাকে আটক করা হয়। ঘারবিয়া গভর্নরেট পুলিশ জানায়, ওই যুবককে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।

    আটকের পর প্রাথমিকভাবে ওই যুবক স্বীকার করেন যে তার বিয়ে স্থগিত করতে হবে যদি তার হবু বউ পরীক্ষায় পাশ না করে  ।

    ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নেভালেও স্কুলের অধ্যক্ষের কার্যালয় ও কেন্দ্রীয় প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রসিকিউশনের বিবৃতি অনুযায়ী, কিছু শিক্ষার্থীর নথিও নষ্ট হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যান ওই যুবকএবং তাকে  পুলিশ আটক করে ।

    ওই যুবককে পরিস্থিতি আসলে কি ছিল সেটি তদন্ত না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে

     

    মাহফুজা ২৮

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর