১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানে বন্যায় মৃত্যু সংখ্যা ছাড়ালো এক হাজার; আহত ১৫০০ জন

    এ মৌসুমে পাকিস্তানে বন্যায় মৃত্যু সংখ্যা ছাড়ালো  এক হাজার । বন্যাকবলিত হয়ে পড়েছে ৫৭ লাখের বেশি মানুষ । বন্যাজনিত কারণে আহত হন আরও এক হাজার পাঁচশ জন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। দেশটির সরকার এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে । জিও নিউজ খবরটি নিশ্চিত  করে।

    দেশটির বিভিন্ন বাহিনীর গঠিত টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো হাত বাড়িয়েছে সহযোগিতার।  তবে তহবিল প্রয়োজন আরও।

    পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ প্লাবিত হয়েছে। এ ছাড়া সিন্ধু, পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রন্ত হয়েছে।

    সিন্ধুর বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর রোববার  প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেলুচিস্তান যাবার কথা রয়েছে।

    ২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি হয়েছিল  পাকিস্তানে।

    মাহফুজা ২৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর