২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    শাওনের সঙ্গে আর্থিক প্রতারণা ; আসামি রবিউল কারাগারে

    শাওনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ করা মামলায় গ্রেফতার আসামি রবিউল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন আদালত।

    ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত শনিবার ২৭ আগস্ট কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

    এদিন রিমান্ড শেষে তাকে হাজির করা হয় আদালতে । তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন । আবেদনের জেরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    প্রতারক নিজেকে ডেপুটি স্পিকার পরিচয় দিয়ে শাওনকে ফোন করে জানান, নুহাশপল্লীর উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে একটি ফান্ড এসেছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিবের মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অন্য প্রান্ত থেকে নিজেকে উপসচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ দিতে বলেন ৩১ হাজার ৮৫০ টাকা । ফাঁদে পা দেন শাওন এবং  টাকা দিয়ে দেন প্রতারককে। প্রতারকের নম্বর বন্ধ পেয়ে বিষয়টি বুঝতে পেরে নুহাশপল্লীর ম্যানেজার বাদী হয়ে মামলা করেন ধানমন্ডি থানায় ।  গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেডিবি প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশন করা চারটি সিমকার্ড জব্দ করে ।

    মাহফুজা ২৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর