১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাজ্যে গ্যাস ও বিদ্যুতের দাম ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা

    যুক্তরাজ্য গ্যাস ও বিদ্যুতের মূল্য ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে । শুক্রবার ২৬ আগস্ট বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে দেশটিতে তখন এমন ঘোষণা এল। যুক্তরাজ্যবাসী নতুন প্রধানমন্ত্রী পাওয়ারও অপেক্ষায় রয়েছে ।

    এ বছর অক্টোবর থেকে জ্বালানির দাম বর্তমান দুই হাজার ৩৩১ ডলার থেকে বাড়িয়ে গড়ে চার হাজার ১৯৮ ডলার করা হবে বলে জানায় দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফজেম ।

    আগামী জানুয়ারিতে সংস্থাটি দাম আবার পুন:নির্ধারণ করতে পারে। তখন গড় জ্বালানি মূল্য ছাড়িয়ে যেতে পারেপাঁচ হাজার ৯১৪ ডলার ।

    নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে গ্যাসের পাইকারি দাম । এরই মধ্যে ইউরোপে গ্যাসের সরবরাহ কমিয়েছে রাশিয়া।

    ১৯৮২ সালের পর সর্বোচ্চ দেশটিতে মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়েছে।   আশঙ্কা করা হচ্ছে জ্বালানির দাম বাড়ায় আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি পৌঁছাতে পারে ১৩ শতাংশে।

    মাহফুজা ২৬

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর