হলিউডের জনপ্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে এ অভিনেতার ২৫ বছরের সংসার ভেঙ্গে যাচ্ছে। তার স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন বিবাহ বিচ্ছেদের জন্য নিজেই আবেদন করেছেন।
জেনিফার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লেখেন, আমি ভালোবাসি আমার পরিবারকে । আমাদের মধ্যে বন্ধুত্বটা সবসময় থাকবে এবং গোপনীয়তা বজায় রেখে ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করছি। আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমাদের ২৫ বছরের বিবাহের ইতি টানতে হচ্ছে। যদিও আর বিয়ে করব না আমরা ।
তিনি আরো লেখেন, আমাদের ২৫তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা! সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ আমাকে সবসময় ভালোবাসা দিয়ে উৎসাহ দেয়ার জন্য।
পিপলসের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার ১৯ আগস্ট পাম বিচ কাউন্টির একটি আদালতে সিলভেস্টারে স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। ১৯৯৭ সালে প্রেম করে বিয়ে করেন এ দম্পতি এবং তাদের সংসারে রয়েছে তিন মেয়ে।
মাহফুজা ২৫