১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিলেন  । জনপ্রতি সর্বোচ্চ মওকুফ করা হবে ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ । এ সুবিধা সেসব শিক্ষার্থী পাবেন যারা বছরে এক লাখ ২৫ হাজার ডলারের কম আয় করেন । স্বাগত জানিয়েছেন বাইডেনের এ পদক্ষেপকে প্রগতিশীলকর্মী ও আইনপ্রণেতারা। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    যেসব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা বেশ দুর্বল তারা পেল গ্রান্ট সুবিধার অধীনেও ঋণ পায়। ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে এক্ষেত্রে বলেও জানানো হয়।

    হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব পরিবারের সত্যিকার অর্থেই প্রয়োজন তাদের লক্ষ্য করেই।

    তাছাড়া, বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের ঋণ পরিশোধের সময়সীমাও । প্রায় ৪ কোটি ৩০ লাখ মার্কিন নাগরিকের ওপর রয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার শিক্ষাঋণের বোঝা । স্বস্তি আসবে এতে মানুষের মধ্যে এবং  চাপ কমবে ঋণের।

    মার্কিন শিক্ষা বিভাগ জানায়, ৮০ লাখ ঋণগ্রহীতা সরাসরি সুবিধা পাবে।এবং অন্যদের করতে হবে আবেদন ।

    মাহফুজা ২৫

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর