শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ ওঠেপর্নোগ্রাফি তৈরির সঙ্গে জড়িত থাকার। গ্রেফতারও করা হয়েছিল রাজকে এ মামলায় । তিনি এ মামলায় অভিযুক্ত সন্দেহে দুই মাসের মতো জেলেও ছিলেন । পরে জামিনে বের হয়ে আসেন রাজ। এ ঘটনায় শিল্পা সামাজিক মাধ্যমে ব্যাপক কটাক্ষের শিকার হয়েছিলেন ।
রাজ এনডিটিভির এক প্রতিবেদনে জানান, আগামী ৮ সেপ্টেম্বর আবার আদালতে ডাক পড়েছে এবং রাষ্ট্রপক্ষকে জবাব দিতে বলেছেন আদালত। তিনি বলেন, মুম্বাই সেশন কোর্টে এক আবেদনপত্র জমা দিয়েছি এবং এ মামলায় আমার বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যায়নি। এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়নি,তাই এ মামলা থেকে মুক্তি দেয়া উচিত আমাকে ।
২০২১ সালের জুলাইয়ে রাজ কুন্দ্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল এবং অশালীন বিজ্ঞাপন এবং প্রদর্শন সম্পর্কিত) আইনের ধারাগুলোর অধীনে মামলা করা হয়।
মাহফুজা ২৫