২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রাজ কুন্দ্রা মামলা থেকে মুক্তি পেতে মুম্বাই সেশন কোর্টে আবেদনপত্র জমা দিলেন

    শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ ওঠেপর্নোগ্রাফি তৈরির সঙ্গে জড়িত থাকার।  গ্রেফতারও করা হয়েছিল রাজকে এ মামলায় । তিনি এ মামলায় অভিযুক্ত সন্দেহে দুই মাসের মতো জেলেও ছিলেন । পরে জামিনে বের হয়ে আসেন রাজ। এ ঘটনায় শিল্পা সামাজিক মাধ্যমে ব্যাপক কটাক্ষের শিকার হয়েছিলেন ।

    রাজ এনডিটিভির এক প্রতিবেদনে জানান, আগামী ৮ সেপ্টেম্বর আবার আদালতে ডাক পড়েছে এবং  রাষ্ট্রপক্ষকে জবাব দিতে বলেছেন আদালত। তিনি বলেন, মুম্বাই সেশন কোর্টে এক আবেদনপত্র জমা দিয়েছি এবং  এ মামলায় আমার বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যায়নি। এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়নি,তাই এ মামলা থেকে মুক্তি দেয়া উচিত আমাকে ।

    ২০২১ সালের জুলাইয়ে রাজ কুন্দ্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল এবং অশালীন বিজ্ঞাপন এবং প্রদর্শন সম্পর্কিত) আইনের ধারাগুলোর অধীনে মামলা করা হয়।

    মাহফুজা ২৫

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর