১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আবারও ১০০ ডলার ছাড়িয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

    আবারও ১০০ ডলার ছাড়িয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম । সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বৃহস্পতিবার ২৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়লো। রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। খবরটি জানিয়েছে  রয়টার্স।

    বৃহস্পতিবার ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৩২ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২১ ডলারে দাঁড়ায়।

    বুধবার উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও এর মিত্ররা দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেয়ার সম্ভাবনার কথা জানান এবং  এরপরই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

    সোমবার ২২ আগস্ট সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে নামে ৯৫ দশমিক ৫৫ ডলারে । যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৯ দশমিক ৬৫ ডলারে দাঁড়ায়।

    এ বছরের প্রথম দিকে তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এর দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। যদিও তা আবার বাড়তে শুরু করেছে এখন।

    মাহফুজা ২৫

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর