১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হলো

    অনুব্রত মণ্ডলের অবশেষে সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হলো । তবে এখনই জামিন পাচ্ছেন না গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার ২৪ আগস্ট আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাকে নির্দেশ দেন জেল হেফাজতের ।

    অনুব্রত অসুস্থ হয়ে যেতে পারেন এ আশংকায় আগেভাগেই আদালত কক্ষে  রাখা হয় ছোট অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার। দশ বার তলব করা হলেও, মাত্র একবার সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন এই নেতা। পরে সিবিআই বাড়ি ঘিরে রেখে তাকে তুলে আনে এবং  তারপর থেকে সিবিআই হেফাজতেই ছিলেন তিনি । গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল।

    আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে বুধবার তাকে ফের তোলা হয় এবং সেখানেই হয় শুনানি । এদিন তার আইনজীবী অনুব্রতের জামিনের আবেদন করেন।  তিনি বলেন, আমার মক্কেলের স্লিপ অ্যাপনিয়া রয়েছে।এই রোগে কেউ মারা যেতে পারে তাই তাকে জামিন দেয়া হোক।

    সরকারি আইনজীবী বলেন, এখন তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং অভিযুক্তকে জামিন দেয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে।

    অনুব্রতকে রাখা হয়েছে আসানসোল জেলে এবং এই জেলে আছেন  অনুব্রতর সাবেক দেহরক্ষী সায়গল হোসেনও।

    মাহফুজা ২৪

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর