১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দারিয়া দুগিন হত্যার দায় অস্বীকার ইউক্রেনের

    আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিন রাস্তায় পেতে রাখা বোমায় মারা যান। রাশিয়া এ ঘটনার জন্য  ইউক্রেনকে দায়ী করলেও তা অস্বীকার করেছে দেশটি।

    রোববার ইউক্রেনের রাষ্ট্রপতি উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এ অভিযোগ অস্বীকার করেন। খবরটি জানায়  আলজাজিরা।

    মাইখাইলো পোডোলিয়াক বলেন, ইউক্রেন অবশ্যই এর সঙ্গে কোনো ভাবে জড়িত নয়। কারণ আমরা রাশিয়ার মতো অপরাধমূলক রাষ্ট্র  এবং সন্ত্রাসী রাষ্ট্র নই। তিনি এই হত্যার জন্য দায়ী করেন রাশিয়ার ‘বিভিন্ন রাজনৈতিক দলগুলির’ মধ্যে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইকে ।

    মোঝায়শয়ে হাইওয়েতে রাস্তায় পেতে রাখা বোমায় তার গাড়িটি বিস্ফোরিত হয় বলে জানায় পুলিশ। কে বা কারা রাস্তায় এ বোমা পেতে রেখেছিল এ বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। ধারণা করা হচ্ছে—আলেকজ্যান্ডার দুগিনকে হত্যা করতেই গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয়েছে। তিনি এ সময় গাড়িতে ছিলেন না।

    দার্শনিক আলেকজান্ডার দুগিনকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মগজ’ বলে ডাকা হয়।

    প্রচণ্ড মেধাবী ছিলেন আলেকজ্যান্ডার দুগিনের মেয়ে সাংবাদিক দারিয়াও । সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

    মাহফুজা ২২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর