১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পুরুষদের মধ্যে যৌনতাকে বৈধতা দিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

    সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পুরুষদের মধ্যে যৌনতাকে বৈধতা দেয়ার ঘোষণা দিলেন। দুটি  পুরুষের মধ্যে যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। সমাজ, শহর ও রাজ্য ‘গে’ মানুষদের আগের থেকে বেশি গ্রহণ করছে বলেও জানান তিনি। রোববার ২১ আগস্ট রয়টার্সের এ তথ্য জানায় এক প্রতিবেদনে ।

    শহর ও রাজ্যে বিবাহের আইনি সংজ্ঞা অর্থাৎ একজন পুরুষ ও নারীর মধ্যে যে বিয়ে হয় তা পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই সরকারের বলে জানান  প্রধানমন্ত্রী ।

    প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জাতীয় দিবসের সমাবেশে বলেন, আমি বিশ্বাস করি এটি একটি  সঠিক সিদ্ধান্ত এবং এমন সিদ্ধান্ত বেশিরভাগ সিঙ্গাপুরবাসী গ্রহণ করবে। ঔপনিবেশিক যুগের পেনাল কোডের ধারা-৩৭৭ এ বাতিল করা হবে। তিনি জানান এ আইনের মাধ্যমেই পুরুষদের মধ্যে যৌনতাকে অবৈধ করা হয়েছে ।

    তিনি বলেন, আমরা বিবাহের প্রতিষ্ঠানগুলোকে বহাল ও রক্ষা করবো ধারা-৩৭৭এ বাতিল করলেও । সিঙ্গাপুরে শুধু একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিবাহ বর্তমান আইনের অধীনে স্বীকৃত ।

    মাহফুজা ২১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর