ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার তিন সেনা মারা গেছেন । আহত হন আরও তিন সেনা। ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কয়েক দফা বলে জানা গেছে গেছে। খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা।
রোববার রাত ৮টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজ এজেন্সি । দামেস্কের কাছাকাছি গ্রামাঞ্চলে এবং উপকূলীয় প্রদেশ টারতুসের কিছু এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। একটি সামরিক সূত্র জানায় , ইসরায়েলের এই ‘আগ্রাসন’ মোকাবিলা করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
এক প্রতিবেদনে জানানো হয় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয় এবং টারতুসে হামলা চালানো হয়েছে ভূমধ্যসাগর থেকে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। ইসরায়েলি বাহিনী তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ।
মাহফুজা ১৫-৮