১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নয়টি আসনের উপ-নির্বাচনে একাই লড়াই করার ঘোষণা ইমরান খানের

    পাকিস্তানের জাতীয় পরিষদে খালি হওয়া নয়টি আসনের উপ-নির্বাচনে একাই লড়াই করার ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে  রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড হতে যাচ্ছে। কারণ এর আগে এক সঙ্গে এতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেনি কোনো প্রার্থী । এরই মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নেয়া শুরু করেছে । খবরটি জানিয়েছে  জিও নিউজ।

    মারদান, চরসাদ্দা, পেশোয়ার, কুররাম, ফয়সালাবাদ, নানকানা, মালির, কোরাঙ্গি ও করাচি দক্ষিণ আসনে নির্বাচন করবেন ইমরান খান।

    পাকিস্তানে একজন  প্রার্থী কয়টি আসনে লড়বেন, এ নিয়ে কোনো আইনি বিধিনিষেধ নেই । তবে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের পর একটি আসনই দখলে রাখতে পারবেন । যদি একের বেশি আসনে জেতেন ইমরান, তা হলে নির্বাচন করতে হবে বাকি আসনগুলিতে।  কমিশনকে আগামী ৬০ দিনের মধ্যে বাকি আসনে নির্বাচন করতে হবে ।

    অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর গেল  ১১ এপ্রিল ১২৩ জন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ –পিটিআই দলের নেতা পদত্যাগ করেন। স্পিকার ২৮ জুলাই তাদের মধ্যে ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন ।  ১১ আসনের মধ্যে দুটি আসনে দুই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন ইতিমধ্যে।

    নির্বাচন কমিশনতাই বাকি ৯ আসনে নির্বাচন ঘোষণা করেছে।  আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের এই ৯ আসনে উপ-নির্বাচন।

    মাহফুজা ১৩-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর