২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করেছে এফবিআই

    ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা -এফবিআই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি কোনো অপরাধ করেননিএবং নথিগুলোতে গোপন কিছুই নেই।

    ৮ আগস্ট ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে নথি উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

    বিবিসি জানায়, নথিগুলোর একটি তালিকা করা হয়েছে। শুক্রবার বিকেলে একজন বিচারক সাত পৃষ্ঠার নথিযুক্ত করেন এবং নথিগুলোর তালিকা প্রকাশ করা হয়।

    ৪ আগস্ট তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওই পরোয়ানার ভিত্তিতেই গেল  সোমবার মার-এ-লাগোতে তল্লাশি চালায় এফবিআই।

    ৯ আগস্ট ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন যে তার বাড়িতে আকস্মিক অভিযান চালিয়েছে এফবিআই। এরপরই তার সমর্থকরা মার-এ-লাগো নামের বাড়ির সামনে জড়ো হতে থাকেন।

    বার্তা সংস্থা রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রে সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআই হানা দেওয়ার ঘটনা অভূতপূর্ব।

    মাহফুজা ১৩-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর