১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    লঘুচাপের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন ও উপকূল এলাকা

    বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূল এলাকা।

    শুক্রবার ১২ আগস্ট দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বনাঞ্চল অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়।  ডুবেছে উপকূল এলাকাও। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার দুই-আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হলেও শুক্রবার তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি উঠেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের ।

    মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। শুক্রবার  সুন্দরবনের উপকূল স্বাভাবিক জোয়ারের তুলনায় বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে । স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে দূর্বল হয়ে পড়ায় শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।

    মাহফুজা ১২-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর