১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন এক বন কর্মকর্তা

    পটুয়াখালীর কলাপাড়ায় দাঁড়িয়ে থাকা টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম নামের এক বন কর্মকর্তা মারা গেছেন। বৃহস্পতিবার ১১ জুলাই সন্ধ্যায় আমতলী-কলাপাড়া মহাসড়কের ফোর-লেন সংলগ্ন ঘরামী বাড়ির সামনে ঘটে এ দুর্ঘটনা ।

    আবদুস সালাম টিয়াখালী ইউনিয়নের চৌরাস্তা এলাকার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি বাউফল এ। আমতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

    সন্ধ্যায় আবদুস সালাম অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। ফোর-লেন এলাকায় পৌঁছালে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে  তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এসময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।  স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকৎসা শেষে বরিশাল সেবাচিম হাসপাতালে তাকে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

    মাহফুজা ১২-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর