‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখলেন প্রাক্তন প্রেমিক রহমান শলকে নিয়ে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বুধবার ১০ আগস্ট মুম্বাইয়ে সিনেমাটির আয়োজন করা হয় বিশেষ প্রর্দশনীর । সেখানে প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে হাজির হন সাবেক এই মিস ইউনিভার্স।
এরই মধ্যে বেশ কটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । তাতে দেখা যায়, ভেন্যুতে প্রবেশ করছেন সুস্মিতা সেন এবং তার পেছনে হেঁটে যাচ্ছেন সুস্মিতার কন্যা রিনী, আলিশা ও রহমান শল।
রহমান শলের ১৫ বছরের ছোট সুস্মিতা সেনের চেয়ে । বয়সের ব্যবধান অনেক হলেও দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন তারা। গেল বছরের শেষের দিকে এ জুটির সম্পর্ক ভেঙে যায় ।
তারপর আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত কুমার মোদীর সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা এবং এ সম্পর্কের কথা স্বীকারও করেছেন ।
সুস্মিতা নতুন প্রেমের সম্পর্কে জড়ালেও প্রাক্তন প্রেমিকের সঙ্গে মাঝে মধ্যে দেখা যাচ্ছে । গত ৮ আগস্ট ছিল সুস্মিতার মায়ের জন্মদিনে ঘরোয়া পার্টিতে উপস্থিত রহমান শল।
আজ মুক্তি পেয়েছে আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ।