ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল আহত হয়েছেন। বৃহস্পতিবার ১১ আগস্ট সকালে তিনিচেন্নাইয়ে ‘মার্ক অ্যান্টনি’ সিনেমার শুটিং সেটে আহত হন ।
বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে বলেন, আজ সকালে ‘মার্ক অ্যান্টনি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন বিশাল। তার দ্রুত সুস্থতা কামনা করছি। গালতে ডটকম এক প্রতিবেদনে জানায়, আহত হওয়ার পর দ্রুত বিশালকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে এবং বিশাল সুস্থ না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
গেল ৩ জুলাই চেন্নাইয়ে ‘লাদদি’ সিনেমার শুটিং চলাকালে পায়ে আঘাত পান এই অভিনেতা। এরপর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন তিনি। সুস্থ হয়ে শুটিং শুরু করতেই ফের দুর্ঘটনার কবলে পড়লেন তিনি।
মাহফুজা ১১-৮