৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি; নিখোঁজ ১৩

    নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৭ জেলে নিয়ে মাছধরার একটি ট্রলার ডুবে গেছে।  চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

    মঙ্গলবার ৯ আগস্ট দুপুরে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। ১৭ জন জেলে সবাই হাতিয়ার বাসিন্দা।

    ডুবে যাওয়া ‘এমভি নিশান’ নামের ওই ট্রলারের মালিক লুৎফুল্লাহিল মজিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,গেল  ৫ দিন আগে মাঝিসহ ১৭ জন জেলে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোরে  জেলেরা সাগরের মহিপুর এলাকায় জাল ফেলে মাঝ ধরছিলেন। এসময় ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পাশে থাকা আরেকটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর নিয়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জন্য  সাগর উত্তাল থাকায় ট্রলারসহ নিখোঁজ জেলেদের উদ্ধারের  চেষ্টা করা যাচ্ছে না।

    জীবিত উদ্ধার ট্রলারের মাঝি শামীম জানান, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। আমরা চারজন কোনোমতে বেঁচে ফিরেছি। বাকিরা কেবিনে ছিল এবংতাদের ভাগ্যে কি ঘটেছে তা জানি না। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলারও যেতে পারছে না।’

    হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ বলেন, ‘দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে পাঁচ জনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে এবং বাকি আটজনের বাড়ি হাতিয়ার হরনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।’

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা. আমির হোসেন বলেন, ‘সাগরে ট্রলারডুবির বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ওবায়েদ জানান, ট্রলারডুবির ঘটনা তারা অনেক দেরিতে শুনলেও  খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি অভিযানিক দল সাগরে ছুটে যায়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য অভিযান শেষ করতে পারেনি। বিষয়টি চট্টগ্রাম, ভোলাসহ বিভিন্ন স্থানের কোস্টগার্ড ও নৌ পুলিশকে জানারনা হয়েছে।

    মাহফুজা ১০-৮

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর