বলিউডের দাপুটে দুই অভিনেতা শাহরুখ ও আমির খান। এবার শাহরুখ এর বাড়ি গিয়ে হাজির হন আমির খান। গেল ৫আগস্ট শাহরুখের মান্নতের বাড়িতে যান মিস্টার পারফেকশনিস্ট আমির।
টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, শাহরুখের সঙ্গে আমিরের পুরোনো বন্ধুত্ব। মুক্তি প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি দেখানোর জন্য শাহরুখের বাড়িতে গিয়েছিলেন আমির। সিনেমাটি দেখে শাহরুখ প্রশংসা করেন।‘লাল সিং চাড্ডা’ ভালো লেগেছে এবং এই সিনেমা ব্যবসায় রেকর্ড গড়বে বলে জানান শাহরুখ। শাহরুখের মুখ থেকে এমন প্রশংসা শুনে খুশি আমির।’’
লাল সিং চাড্ডা’ আগামী ১১ আগস্ট মুক্তি পাবে । এ সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিং এবং আমিরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, আমির ৩০ বছর ধরে তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম। সিনেমাটি পরিচালনা করেছেন আদভাইত চন্দন।
মাহফুজা ১০-৮