২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    গ্রিসে নৌকাডুবীতে ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

    গ্রিসে একটি নৌকাডুবে ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এজিয়ান সাগরের কার্পাথোস দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। বুধবার এক উপকূলরক্ষী কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

    এক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন এবং ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ অঅছেন । নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে যাওয়ার পরই দুর্ঘটনা ঘটে।

    গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানায়  উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। তারা আফগানিস্তান, ইরাক এবং ইরানের নাগরিক। নৌকাটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আন্তালিয়া উপকূল থেকে রওনা দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল।উপকূলরক্ষী বাহিনী জানায়, টহল নৌকা, হেলিকপ্টার এবং কমপক্ষে তিনটি জাহাজ উদ্ধার অভিযানে কাজ করছে।

    অভিবাসনপ্রত্যাশীরা তুরস্ক হয়ে গ্রিসের বিভিন্ন দ্বীপে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দেন। ঝুঁকি নিয়ে সাগরে যাত্রাপথে এখন পর্যন্ত বহু অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

    মাহফুজা ১০-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর