১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ফিলিস্তিনের তিন নাগরিক

    ইসরায়েলি বাহিনী পশ্চিমতীরের নাবলুস শহরে অভিযানে ফিলিস্তিনের তিন নাগরিক নিহত হয়েছে। আহত হন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে একজন স্থানীয় সশস্ত্র মিলিশিয়া বাহিনীর কমান্ডার রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে  আল-জাজিরা।

    মঙ্গলবার ৯ আগস্ট ভোর পাঁচটায়  শহরটির একটি বিল্ডিং ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল নাবুলসি সেখানে অবস্থান করছিলেন। এসময় তাদের মধ্যে বেশ কয়েক ঘণ্টা গোলাগুলি চলে।

    ইসরায়েলের এ অভিযানে ওই কমান্ডারের পাশাপশি ইসলাম সাব্বুহ ও হুসাইন জামাল মারা যান। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হন , চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায়  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ।

    অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে । এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। কয়েক দিনের হামলায় আহত হয়েছেন তিনশ ফিলিস্তিনি।

    ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে তারা এই অভিযান শুরু করে বলে জানায়  ইসরায়েল।

    মাহফুজা ৯-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর