১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ জন

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে । ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন এর মধ্যে । আহত হন তিনশ ফিলিস্তিনি। সোমবার ৮ আগস্ট আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বেসামরিক বাহিনী ও উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়ে শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করছে। শিবিরের সরু গলিপথ আরও কঠিন করে তুলেছে উদ্ধার প্রক্রিয়াকে ।

    ইসরায়েলের এমন ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বিশ্বের নীরবতাকে দুঃখজনক বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি আরো বলেন, ইহুদিবাদী- বর্ণবাদী শাসকগোষ্ঠীর গাজায় সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তুর উদাহরণ। গাজায় ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার নীরবতা শোচনীয় ও দুঃখজনক।

    ইসরায়েলের দাবি তারা এই অভিযান শুরু করেছে ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে।  ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাত।

    মাহফুজা ৮-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর