১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    গুস্তাভো পেত্র কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন

    গুস্তাভো পেত্র কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। রোববার ৭ আগস্ট তার শপথগ্রহণ অনুষ্ঠান হয়। বামপন্থী এই নেতা অবৈধভাবে মাদক পাচার রোধে লড়াইয়ের জন্য একটি নতুন বৈশ্বিক কৌশলের আহ্বান জানান। বিবিসি ও  আল-জাজিরা খবরটি নিশ্চিত করেন।

    কলম্বিয়ার প্রথম বামপন্থী নেতা হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে রোববার বোগোতার প্রধান চত্বরে প্রায় এক লাখ লোকের সমাবেশ ঘটে। পেত্র-র শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্যানিশ রাজা ষষ্ঠ ফিলিপ ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের অন্তত নয়টি দেশের প্রেসিডেন্ট।

    ৬২ বছর বয়সী সাবেক বোগোতা মেয়র ও সাবেক গেরিলা যোদ্ধা গেল জুনে নির্বাচিত হন বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং নতুন তেল প্রকল্প নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ।

    নুতন প্রেসিডেন্ট বলেন  ‘আমি যেমন দুটি সমাজ চাই না, তেমনি দুটি দেশও চাই না। আমি শুধু শক্তিশালী, ঐক্যবদ্ধ কলম্বিয়া চাই’। পেত্র আরও বলেন, জাতি হিসেবে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করার জন্য আমাদের ঐক্য দরকার। সাবেক সিনেটর পেত্র প্রতিশ্রুতিও দেন  ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনা পুনরায় করার ।

    ফ্রান্সিয়া মার্কেজের পেত্র-র সঙ্গে কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন।

     

    মাহফুজা ৮-৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর