১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ক্রোয়েশিয়ায় পোল্যান্ডের বাস দুর্ঘটনায় নিহত ১২ তীর্থযাত্রী

    ক্রোয়েশিয়ায় পোল্যান্ডের একটি বাস দুর্ঘটনার মারা গেছেন ১২ তীর্থযাত্রী। আহত হন ৩২ জন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

    শনিবার ৬ আগস্ট ক্রোয়েশিয়ার জাগরেবের উত্তর-পূর্বে এ-৪ সড়কে জারেক বিসাস্কি ও পোদভোরেক গ্রামের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেন্ট জোসেফ ক্যাথলিক গোষ্ঠীর ব্রাদারহুডের আয়োজনে এই সফরে তিনজন যাজক ও ছয়জন নান ছিলেন। বসনিয়ার মেদজুজর্জি নামে একটি ক্যাথলিক উপাসনালয় ভ্রমণে বের হন তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নিহতরা সবাই পোল্যান্ডের নাগরিক ।

     

    গেল শুক্রবার রাতে পোলিশ শহর চেস্তোচোয়া থেকে প্রার্থনার পর বাসটি রওনা হয় এবং দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল  ৫ টা ৪০ মিনিটে। ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের আইনমন্ত্রী ।এ ঘটনায় দুই পোলিশ মন্ত্রী ক্রোয়েশিয়া যাচ্ছেন বলে জানা গেছে।

    ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভি এ ঘটনায় নিহতদের জন্য শোকপ্রকাশ করেন। ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্রোয়েশিয়ার জরুরি সেবা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।

    আশির দশকে স্থানীয় শিশুরা সেখানে কুমারী মাতা মেরির দর্শন পায়। এরপর থেকেই পোল্যান্ডের মানুষের কাছে মেদজুজর্জি তীর্থযাত্রা খুবই জনপ্রিয়।

    মাহফুজা ৭-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর