১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    চীনের সানিয়া শহরে ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন লকডাউনে

    চীনের একটি পর্যটন শহরে ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে গেছে চীনের হাওয়াই নামে পরিচিত সানিয়া শহরে । সেখানে কর্তৃপক্ষ কঠোর লকডাউন জারি করেছে । শনিবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

    দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপপুঞ্জের সানিয়ায় ১০ লাখের বেশি মানুষের বসবাস। রোববার নতুন করে ৪৮৩টি কেস শনাক্ত হয়েছে শহরটিতে।

    এদিকে সংক্রমণ বাড়তে থাকায় বাতিল করা হয়েছে সব ফ্লাইট । কর্তৃপক্ষ ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে । যেসব পর্যটক শহর ছেড়ে যেতে চান তাদের অবশ্যই গেল সাতদিনে পিসিআর টেস্টে কমপক্ষে পাঁচটিতে নেগেটিভ ফলাফল দেখাতে হবেবলে জানায়  স্বাস্থ্য কর্তৃপক্ষ ।

    শহরের হোটেলগুলো যতদিন বিধিনিষেধ শিথিল না হবে ততদিন পর্যটকদের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দিয়েছে ।

    চীনই একমাত্র দেশ যারা শূন্য-কোভিড নীতি অনুসরণ করছে। এর আওতায় তারা কঠোর লকডাউন এবং কোয়ারেন্টাইন, গণটেস্টিং, ট্রেসিং চালিয়ে যাচ্ছে ।

    ২০১৯ সালের ডিসেম্বরে দেশটিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকেই এ বিষয়ে কঠোর অবস্থান নেয়  চীন।

    গেল  সপ্তাহ থেকেই পাব, বার, স্পাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো রাখা হয়েছে বন্ধ । তবে সুপারমার্কেট এবং ফার্মেসির মতো প্রয়োজনীয় সেবা চালু রয়েছে।

    মাহফুজা ৭-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর