বালুবোঝাই একটি নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন ৫ শ্রমিক। আহত হন কয়েক জন। শনিবার ৬ আগস্ট পাটনার রামপুর দিয়ারা ঘাটে ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে পুলিশ জানায় , শ্রমিকরা নৌকাটিতে গ্যাস জ্বালিয়ে রান্না করছিলেন। সেই সময় গ্যাস লিক করে সিলিন্ডার ফেটে গেলে ঘটনাস্থলেই মারা যায় পাঁচ শ্রমিক। আগুনে ঝলসে যান আরও কয়েক জন।
পাটনার জেলা প্রশাসক চন্দ্রশেখর সিংহ বলেন, নৌকায় ২০ জনের বেশি শ্রমিক ছিল। গ্যাস জ্বালিয়ে রান্নায় সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং যারা মারা গেছেন তাদের শনাক্তকরণের কাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান জেলা প্রশাসক।
মাহফুজা ৬-৮