১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    গাজায় দ্বিতীয় দিনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে

    ইসরায়েল গাজা উপত্যকায় দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ।  নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে । এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় । শনিবার ৬ আগস্ট এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এ তথ্য জানানো হয়।

    নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একজন শিশু, ২৩ বছর বয়সী একজন নারী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন। ইসরায়েলের এ হামলায় এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি আহত হন।

    ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানান, গাজার প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার।  দখলদারদের বিমান হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ১০০’র বেশি রকেট ছুড়েছে তারা বলে জানায় সংগঠনটি ।

    এ ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আবারও  সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাত্র ১৫ মাস আগেই গাজায় ইসরায়েলের মাসব্যাপী হামলায় ২৬০ জনের বেশি প্রাণ হারান।

    মাহফুজা ৬-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর