১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কোরিয়া ও সিঙ্গাপুর এয়ারলাইনস তাইওয়ানে ফ্লাইট বাতিল করেছে

    চীনের চলমান সামরিক মহড়াকে ঘিরে উত্তেজনার জেরে  তাইওয়ানে তাদের ফ্লাইট বাতিল করেছে কোরিয়ান ও সিঙ্গাপুর এয়ারলাইনস।

    শুক্রবার ৫ আগস্ট রয়টার্স জানায়, মহড়ার কারণে কোরিয়ান এয়ার লাইনস শুক্রবার ও শনিবার বাতিল করেছে সিউল-তাইপে রুটে ফ্লাইট।  একই কারণে আগামী রোববার এই রুটে এয়ার লাইনসটির ফ্লাইট দেরি হতে পারে বলেও জানানো হয়।

    সিঙ্গাপুর এয়ার লাইনস জানায়, আকাশপথে ‘বিধিনিষেধ’ থাকায় আজ সিঙ্গাপুর ও তাইপের মধ্যে ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।

    জাপান এয়ার লাইনস জানায়, তারা এখনো তাইপের ফ্লাইট স্বাভাবিক রাখলেও হংকং ও দক্ষিণ এশিয়ার দেশগুলোয় যাওয়ার জন্য মহড়ার এলাকা এড়িয়ে চলছে। মহড়ার এলাকা এড়িয়ে চলায় ফ্লাইটের সময় বেড়ে গেছে বলে জানায় হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ।

    ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার ২৪- জানায়  , আজ তাইওয়ানের চায়না এয়ারলাইনস ও ইভা এয়ারওয়েজ তাদের ফ্লাইট চালু রেখেছে। একইভাবে, ফিলিপাইন এয়ারলাইনস, কার্গো উড়োজাহাজ ফেডএক্স করপোরেশন ও ইউনাইটেড পার্সেল সার্ভিস ইঙ্ক মহড়ার এলাকা এড়িয়ে অব্যাহত রেখেছে ফ্লাইট চলাচল। এমিরেটসের ওয়েবসাইটে দেখা গেছে আজ সংস্থাটির তাইপে ফ্লাইট চলমান আছে।

    সিএনএন জানায়, বৃহস্পতিবারশুরু হওয়া চীনের এই সামরিক মহড়া চলবে ৪ দিন ।

    মাহফুজা ৫-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর