২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কুইন্সল্যান্ডের বোগিতে গবাদি পশুর খামারে গুলি ;নিহত তিন

    অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে তিনজনকে । এই ঘটনায় অপর একজন গুরুতর আহত হন। পুলিশ জানায় হত্যাকাণ্ডের তদন্ত চলছে । খবরটি নিশ্চিত করেছে  বিবিসি।

    বৃহস্পতিবার সকালে কুইন্সল্যান্ডের বোগিতে একটি গবাদি পশুর খামারে গুলি চালানো হয়। হত্যাকারীকে খুঁজে বের করতে ঘটনাস্থলের আশেপাশের এলাকা করে রাখা হয়েছে  লকডাউন বলে জানায়  কুইন্সল্যান্ডের পুলিশ ।

    এই ঘটনায় আহত ব্যক্তির অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে ।ওই ব্যক্তির পেটে গুলি লাগায় জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে ম্যাকে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    স্থানীয় এক কর্মকর্তা বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই বলা যাচ্ছে না যে, কে অপরাধী।নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে হতাহতরা একে অন্যের আত্মীয় ছিলেন।

    বোগি শহর উত্তর ব্রিসবেন থেকে প্রায় ১২০০ কিলোমিটার ৭৪৫ মাইল দূরে অবস্থিত।  সেখানে মাত্র ২শ জন বাসিন্দার বসবাস।

    মাহফুজা ৪-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর