চিত্রনায়িকা পূর্ণিমা এবং তার স্বামী আশফাকুর অনেকটা চুপিসারেই মধুচন্দ্রিমায় গেছেন। এক সপ্তাহের জন্যথাইল্যান্ডে গেছেন বলে জানায় নায়িকার স্বজনেরা।
গেল ২৮ জুলাই ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পূর্ণিমা এবং আশফাকুর। এই দম্পতি ব্যাংকক, পাতায়া, ফুকেটের বিভিন্ন মনোরম জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তারা আরও কয়েকটি স্থানে বেড়ানো শেষ করে দুএক দিনের মধ্যে ঢাকা ফিরবেন ।
পূর্ণিমা এ বছর ২৭ মে পারিবারিকভাবে বিয়ে করেন । বিয়ের দুই মাস পর ২১ জুলাই বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন এই নায়িকা।
চট্টগ্রামের ছেলে ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর । বিয়ের সাত বছরের মাথায় কন্যা সন্তানের মা হন তিনি ২০১৪ সালে । ফাহাদের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদ হয় তিন বছর আগে ।
মাহফুজা৩-৮