ভারতে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে ছয়জন আক্রান্ত হয়েছেন। ভারতের দিল্লিতে দ্বিতীয়বারের মতো ৩৫ বছর বয়সী মাঙ্কিপক্সে একজন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের রেকর্ড নেই।
সোমবার ১ আগস্ট নাইজেরিয়ার এক নাগরিকের শরীরে মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়ার পর কেন্দ্র দিল্লির সরকার ও রাজধানীর বিমানবন্দর কর্তৃপক্ষকে ফের সতর্ক করে দিয়েছে ।
এবার আক্রান্ত ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি ।গত পাঁচ দিন ধরে তার শরীরে ফোস্কা, জ্বরসহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ দেখা দেয়। এরপরই হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। এর আগে দিল্লিতে আরও একজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়।
এদিকে, মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে আরও দুই নাগরিক হাসপাতালে ভর্তি আছে বলে জানা যায়।ভারতে কেরালার ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হওয়ার প্রথম ঘটনা প্রকাশ্যে আসে ।
মাহফুজা ২-৮