১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সোহেল চৌধুরী হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ আগামী ২২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত

    জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ আগামী ২২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।সোমবার -১ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল দিন ।  তবে মামলার বাদী দেশের বাইরে থাকায় সাক্ষ্যগ্রহণের জন্য সময়ের আবেদন করেন রাষ্ট্রপক্ষ।  আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেন আগামী ২২ আগস্ট।

    ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে হত্যা করা হয় গুলি করে । এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী মামলা করেন গুলশান থানায়।  সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে আজিজ মোহাম্মদ ভাইয়ের জড়িত থাকার অভিযোগ ওঠে।

    মামলায় অভিযোগ করা হয়, আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা-কাটাকাটি হলে প্রতিশোধ নিতে সোহেলকে হত্যা করা হয়।

    মামলাটি তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী নয়জনের বিরুদ্ধে দাখিল করেন চার্জশিট । ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করেন আসামিদের বিরুদ্ধে।  এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য পাঠানো হয় ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে ।

    ওই বছরই আসামিদের মধ্যে একজন হাইকোর্টে আবেদন করলে পরিপ্রেক্ষিতে ২০০৩ সাল থেকে দীর্ঘ ১৯ বছর হাইকোর্টের আদেশে স্থগিত ছিল মামলাটি । গেল ২৭ ফেব্রুয়ারি স্থগিতাদেশ প্রত্যাহার হলে ফের মামলাটিতে সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

    এ মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- আদনান, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, তারেক, সেলিম খান, হারুন অর রশীদ, ফারুক আব্বাসী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ও আশিষ রায় চৌধুরী । এদের মধ্যে দুই আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ও আশিষ পলাতক রয়েছে। আসামিদের মধ্যে আদনান খুনের পরপরই ধরা পড়েছিলেন।

    ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে নামের প্রতিযোগিতার মাধ্যমে সোহেল চৌধুরী চলচ্চিত্র জগতে পা রাখেন।

    মাহফুজা ১-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর