২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার বুধবার রদবদল হতে চলেছে

    ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার ০১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকের পর জানান আগামী বুধবার  মন্ত্রিসভার পরিবর্তন হবে।

    মুখ্যমন্ত্রী বলেন, ক্রেতা সুরক্ষা দফতর ফাঁকা সাধন পাণ্ডে মারা যাওয়ার পর । জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায় । অনেকগুলো দফতর সামলাতেন তিনি । এখন পর্যন্ত পঞ্চায়েত দফতর ফাঁকা পড়ে আছে সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে । আমরা এই দফতরগুলোর মন্ত্রী নিয়োগ করবো খুব তাড়াতাড়ি ।

    তিনি জানান বুধবার বিকেলে একটি ছোট মিটিং করে এই কাজ শেষ করা হবে ।  মমতা বলেন, চার থেকে পাঁচজন মন্ত্রী বাদ যাবেন এবং তাদের দলের কাজে রাখা হবে। পাঁচ  ছয়জন  এর নতুন মুখ আনা হবে।

    তিনি আরও জানান, রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি হবে। মুর্শিদাবাদে কান্দি ও বহরমপুর, নদীয়ায় রানাঘাট, বাঁকুড়ায় বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন, উত্তর ২৪ পরগনায় ইছামতি এবং বসিরহাটে ঘোষণা করা হবে একটি নতুন জেলা ।

    মাহফুজা ১-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর