৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে যাচ্ছে

    অবশেষে ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে চলেছে। বিদেশে রপ্তানির জন্য খাদ্যশস্য বোঝাই ১৬টি জাহাজ ওডেসা বন্দর ছাড়তে যাচ্ছে। শনিবার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা অনলাইন ।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়, জাহাজগুলো ছেড়ে যাবে শিগগির।

    আড়াই কোটি টন শস্য নিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের উদ্দেশ্যে জাহাজগুলো ওডেসা বন্দর ছাড়বে। জুলাই মাসের ২২ তারিখ জাতিসংঘের হস্তক্ষেপে মস্কো ও কিয়েভের মধ্যে শস্য রপ্তানির চুক্তি সই হয়। শস্যবাহী এই জাহাজগুলিকে ইউক্রেন ছেড়ে যাওয়ার জন্য একটি নিরাপদ চ্যানেল তৈরি করা হয়।

    শুক্রবার শস্য রপ্তানির জন্য প্রস্তুতি দেখতে জেলেনস্কি ওডেসা অঞ্চলের চেরনোমর্স্ক বন্দর পরিদর্শন করেন।

    গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। এর কয়েক দিন পরেই ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায় । ইউক্রেন থেকে বিশ্ববাজারে গমের একটি বড় অংশ আসে । গম রপ্তানি ইউক্রেন বন্ধ করায়  বিশ্ববাজারে বেড়ে যায় খাদ্যপণ্যের দাম।

    মাহফুজা ৩০ জুলাই

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর