১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই পাইলট

    ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট মারা গেছেন ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় আইএএফ-এর একটি মিগ-২১ প্রশিক্ষণ বিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল। রাত ৯টা ১০ মিনিটে বিমানটি বারমারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ২ পাইলট মারা যান বলে জানান ভারতীয় বিমানবাহিনী ।

    দুর্ঘটনার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানবাহিনী প্রধান ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেন। টুইটারে রাজনাথ সিং বলেন, রাজস্থানের বারমারের কাছে আইএএফ-এর মিগ-২১ প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার কারণে আমরা  গভীরভাবে মর্মাহত দুই বিমানযোদ্ধার মৃত্যুতে।

    ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে পড়ে আছে বিমানটির ধ্বংসাবশেষ।  পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেন বারমারের জেলা প্রশাসক লোক বান্দু।

    বিমান বিধ্বস্তের খবরে ঘটনাস্থলে গেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা।

    মাহফুজা ২৯-৭

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর