১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নিউইয়র্ক ও সানফ্রান্সিস্কোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে

    যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে মাঙ্কিপক্সের । এরই অংশ হিসেবে দেশটির নিউইয়র্ক ও সানফ্রান্সিস্কোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা । যুক্তরাষ্ট্রে সংকট দেখা দিয়েছে মাঙ্কিপক্সের ভ্যাকসিনের। শুক্রবার ২৯ জুলাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায় এক প্রতিবেদনে ।

    অঙ্গরাজ্যজুড়ে ভাইরাসটি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে উপস্থিত হয়েছে বলে জানায়  নিউইয়র্ক কর্তৃপক্ষ।  স্বাস্থ্য কমিশনার মেরি টি বাসেট বলেন, সতর্কতা বাড়ানোর ফলে প্রতিরোধ ব্যবস্থায় স্বাস্থ্য বিভাগের জন্য সহায়ক হবে।

    এদিকে দেশটির ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিস্কো কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে।।

    মেয়র লন্ডন ব্রিড বলেন রোগের ঝুঁকি কম ছিল, তবে ১ আগস্ট থেকে কার্যকর হওয়া ঘোষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ কার্যকরী ভূমিকা পালন করে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মাঙ্কিপক্স সবার ওপর একই ধরনের প্রভাব ফেলে। তবে সমকামিদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ।

    মাহফুজা ২৯-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর