১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ফেসবুকে কমেছে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা

    ফেসবুক হলো বিশ্বের আলোচিত ও বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম । এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেটা। মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেছেন। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। এ সময় আয় হয়েছে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় এক শতাংশ কম। বৃহস্পতিবার ২৮ জুলাই সিএনএনের এ তথ্য জানায় এক প্রতিবেদনে।

    বছরের ভিত্তিতে নেট আয় ৩৬ শতাংশ কমে প্রায় ছয় দশমিক সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।মেটা জানায় প্রতি বিজ্ঞাপনের গড় মূল্যে ১৪ শতাংশ কমেছে । অনলাইনে বিজ্ঞাপনের চাহিদা কমেছে বর্তমান সময়ের অর্থনৈতিক নিম্নমুখিতার কারণে ।

    ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ফেসবুকের কমেছে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও । ব্যবহারকারীর সংখ্যা ২ দশমিক ৯৩৬ বিলিয়ন থেকে কমে ২ দশমিক ৯৩৪ বিলিয়নে দাঁড়িয়েছে।

    পতন প্রত্যাশিত ছিল ও এটি ইউক্রেনের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত । ইন্টারনেট ব্লকের জন্য দায়ী বলে জানান কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

    কোম্পানি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ৩০ শতাংশ জব কমানোর পরিকল্পনা করেছে বলেও জানান জুকারবার্গ ।

    মাহফুজা ২৮-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর