১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    জাপানে করোনা আক্রান্তের হার বেশি, যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ৩৯৭ জন

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯০২ জন মারা গেছেন।  এ ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৭০৪ জন, সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৩ হাজার ২৭৩ জন।

    ২৮ জুলাই বৃহস্পতিবার এসব তথ্য সকাল সাড়ে ৮ টায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়।

    বিশ্বে করোনায় মৃতের সংখ্যা এ নিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জনে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৫৭৩ জনে মহামারির শুরু থেকে এ পর্যন্ত । সুস্থ হন ৫৪ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩২২ জন।

    গেল  ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ২২৬ জনের।  ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৮ জন। যুক্তরাষ্ট্রে এ সময়ে সবেচেয়ে বেশি ৩৯৭ জন মারা গেছেন, ২৪ ঘণ্টায় ১ লাখ ১৪ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে ।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৮৬৫ জনে, মারা গেছেন ১০ লাখ ৫৩ হাজার ৯৫৯ জন । আট কোটি ৭৭ লাখ ৭২ হাজার ১৬৪ জন হয়েছেন সুস্থ । এছাড়া একদিনে মারা গেছেন ইসরায়েলে ৪৩ জন , ব্রাজিলে ৩০৮, ইতালিতে ২০৭, মেক্সিকোয় ১৫২ , ফ্রান্সে ১০৩ , অস্ট্রেলিয়ায় ৮২ , এবং রাশিয়ায় ৩৬ জন ।

    বাংলাদেশে ৫ জন মারা গেছেন করোনায়। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮০ জনে এবং রোগী শনাক্ত হয়েছে ৬২৬ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনে।

    মাহফুজা ২৮-৭

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর