১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    শমিতা আর রাকেশ এর সর্ম্পক ভেঙ্গে গেল

    শমিতা শেঠি বিগ বস রিয়েলিটি শো তে প্রেমে পড়েছিলেন রাকেশ বাপাটের। কিন্তু সেই সম্পর্ক বছর গড়াতে না গড়াতেই ভেঙে গেলো।

    মঙ্গলবার ২৬ জুলাই সমিতা নিজেই তা নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে দীর্ঘ নোট দিয়ে শমিতা জানান, তার আর রাকেশ এর সম্পর্ক ভেঙে গেছে।

    রাকেশ আর শমিতার ‘বিগ বস ওটিটি’-তে আলাপ। শো চলাকালীন বেশ কয়েকবার রাকেশ এর প্রতি নিজের ভালোলাগার কথা বলতে শোনা যায় এই অভিনেত্রীকে। এরপর শো থেকে বের হয়ে তাদের ডেটে যাওয়ার ছবি, এমনকি শেঠি পরিবারের সঙ্গে সময় কাটানো- সবই দেখেছিলেন ভক্তরা বলে জানায় হিন্দুস্তান টাইমস বাংলা।

    রাকেশ আর শমিতাকে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে, যার শ্যুটিংহয়েছে মে মাসে।

    শমিতা লেখেন, আমি আর রাকেশ এখন আর একসঙ্গে নেই। বহুদিন ধরেই আলাদা। কিন্তু এই মিউজিক ভিডিও সেসব ভক্তদের জন্য যারা আমাদের ভালোবাসা দিয়ে গেছেন, পাশে থেকেছেন। আপনারা আমাদের একসঙ্গে যতটা ভালোবাসা দিয়েছেন এবং আলাদাভাবে ততটাই দেবেন আশা রাখছি। ভালোবাসা আর শ্রদ্ধা সবার প্রতি।

    শমিতা পুনেতে গিয়ে রাকেশের পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন । আর শেঠি পরিবারে তো রাকেশের ঘনঘন যাতায়াত ছিল, তা সে রাজ কুন্দ্রার রেস্তোরাঁ হোক কিংবা শিল্পা শেঠির আলিবাগের ফার্ম হাউজ। এসব দেখে তাদের  বিয়ের খবরও রটেছিল।
    মাহফুজা ২৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর