২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’র এক ঝলক দেখা যাবে কক্সবাজার সৈকতে । সিনেমাটি তৈরি হয়েছে  সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে ।

    আগামী ২৯ জুলাই এর ট্রেলার উন্মোচন হবে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

    পুলিশের মহাপরিদর্শক -আইজিপি ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন র‌্যাবের  মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অনুষ্ঠানে থেকে লাইভ পারফর্ম করবেন অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শণা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে,। আয়োজনটি হবে লাবনী বিচে, র‌্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

    অনুষ্ঠানের আগে ‘অপারেশন সুন্দরবন’র প্রচারণায় অংশ নেবেন এই তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, হোটেল রেস্তোরাঁ ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ।

    ‘অপারেশন সুন্দরবন’এ  বছর ঈদুল আজহায় মুক্তির ঘোষণা আসলেও তা দেয়া হয়নি ।

    মাহফুজা ২৬-৭

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর