১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী শনিবার পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ লাগানো হবে

    আগামী শনিবার পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ লাগানো হবে । সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হবে আল্লাহর ঘর কাবা।

    শনিবার ইসলামিক নতুন বছর শুরু হবে আর নববর্ষের দিন বদলানো হবে গিলাফ। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ এ তথ্য থেকে জানানো হয়।

    বাৎসরিক এ কাজটিতে অংশ নেবেন প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুল রহমান আল-সুদাইসের অধীনে ১৬৬ জন কারিগর । আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন  কাবার গিলাফ তৈরিতে প্রায় ২০০ জন শিল্পী ও কর্মচারি । কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ আছে। বিশ্বের সবচেয়ে বড় সেলাই মেশিন  যা ১৬ মিটার লম্বা সেলাই বিভাগে যেটি রয়েছে । এটি চালানো হয় কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে।

    ৬৭০ কেজি কাঁচা সিল্ক দিয়ে কাবার নতুন গিলাফটি তৈরি করা হয়েছে।  এগুলোতে করা হয়েছে কালো রঙ । ১২০ কেজি সোনালী রঙের সুতা এবং ১০০ কেজি রুপালি রঙবরে সুতা ব্যবহার করা হয়েছে গিলাফ তৈরিতে।

    মাহফুজা ২৬-৭

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর