১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইমভানেক্স’ নামে একটি টিকা ব্যবহার করা যাবে মাঙ্কিপক্সের জন্যেও

    ইমভানেক্স’ নামে একটি টিকা গুটিবসন্ত প্রতিরোধে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে । ‘ইউরোপীয় কমিশন জানায় এখন থেকে সেটি মাঙ্কিপক্সের জন্যেও ব্যবহার করা যাবে । সোমবার ২৪ জুলাই ওষুধ কোম্পানি বাভারিয়ান নরডিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে।এ তথ্য।  খবরটি জানিয়েছে  এএফপি।

    ইইউর ওষুধ পর্যবেক্ষণকারী সংস্থার সুপারিশক্রমে মাঙ্কিপক্স থেকে সুরক্ষায় গুটিবসন্তের টিকা ইমভানেক্সের বিপণন স্বীকৃতি বাড়িয়েছে ইউরোপীয় কমিশন বলে জানায় ড্যানিশ প্রতিষ্ঠানটি।  এই অনুমোদন আইসল্যান্ড, লিচেনস্টাইন এবং নরওয়ের জন্যেও প্রযোজ্য ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের পাশাপাশি ।

    ইউরোপ গুটিবসন্ত প্রতিরোধে ২০১৩ সালে ইমভানেক্স ব্যবহারের অনুমোদন দিয়েছিল । বিশেষজ্ঞরা গুটিবসন্তের ভাইরাসের সঙ্গে মাঙ্কিপক্স ভাইরাসের বেশ মিল পেয়েছেন ।

    গত শনিবার ২৩ জুলাই মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ে সারা বিশ্বে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এখন পর্যন্ত ইবোলা, জিকা, কোভিড-১৯, পোলিওসহ মাত্র ছয়টি রোগের প্রাদুর্ভাবের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।

    মাঙ্কিপক্সকে ‘গুরুতর উদ্বেগ’ হিসেবে দেখলেও জরুরি সতর্কতা জারির মতো ভাবছেন না বলে জানান  গত জুনে ডব্লিউএইচও প্রধান তেদ্রস আধানম গ্যাব্রিয়েসুস । তবে গেল  বৃহস্পতিবার প্রাদুর্ভাবের বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনার পর নিজের মত বদলেছেন তিনি।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, এ বছরে  ৭০টির বেশি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। এর মধ্যে ৭৭ শতাংশ বেড়েছে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত সংক্রমণের হার ।

    চলতি বছরে আফ্রিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। । যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানায়, মাঙ্কিপক্সে আক্রান্ত বেশিরভাগ রোগী সেরে উঠছে দুই থেকে চার সপ্তাহের মধ্যে।  ভাইরাসটি একটি ফুসকুড়ি সৃষ্টি করে, ছড়িয়ে পড়তে পারে যা সারা শরীরে ।

    মাহফুজা ২৫-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর