শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভবন থেকে মালপত্র চুরির অভিযোগে আটক করা হয়েছে তিনজনকে তারা গোল্ড-প্লেটের সকেটসহ বেশ কিছু জিনিস চুরি করেন বরে আটক তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।আটককৃতরা সেগুলো বিক্রি করতে গেলে পুলিশের সন্দেহ হয় এবং তাদের আটক করে।
দেশটিতে অর্থনৈতিক সংকটের জেরে ৯ জুলাই হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের প্রাসাদে প্রবেশ করেন। বিক্ষোভের মুখে প্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা টানা কয়েকদিন ধরে সেখানেই অবস্থান করেন। এরই মধ্যে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক ২৮, ৩৪ ও ৩৭ বছর তিনজনের বয়স এবং তারা মাদকাসক্ত বলে ধারণা করছে পুলিশ। তাদের কলম্বো (উত্তর) অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের দ্বারা অবরুদ্ধ প্রেসিডেন্ট কার্যালয় সোমবার ২৫ জুলাই থেকে পুনরায় খোলা হয় ।
মাহফুজা ২৫-৭