১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    গেল পাঁচ বছর ধরে সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন অক্ষয় কুমার

    বলিউডের অভিনেতা অক্ষয় কুমার শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নয়, তিনি মানবদরদীও বটে। সেইসঙ্গে মেনে চলেন দেশের আইনশৃঙ্খলা, সেই প্রমাণও দিলেন আবারও।

    বিনোদন জগতে ‘খিলাড়ি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন। তাই বিশেষ সম্মান ও একটি প্রশংসাপত্র পাঠিয়েছে তাকে আয়কর বিভাগ থেকে । সরকারি প্রতিবেদন অনুযায়ী, এই খিলাড়ি গত পাঁচ বছর ধরে সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন ।

    বর্তমানে অক্ষয় টিনু দেশাইয়ের সঙ্গে একটি ছবির শুটিংয়ের জন্য ব্রিটেনে আছেন তাই প্রশংসাপত্র গ্রহণ করেছে আয়কর দপ্তরের কাছ তার দল ।  যদিও অপ্রত্যাশিত ছিল না এই সুখবর ।

    মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বলিউডে ছবির সংখ্যা সবচেয়ে বেশি অক্ষয়ের, কম নেই তার ঝুলিতে বিজ্ঞাপনের সংখ্যাও । স্বাভাবিক ভাবেই তার আয় অনেক বেশি । এরইমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয় তার পাওয়া সেই প্রশংসা পত্র ।

    মাহফুজা ২৫-৭

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর